Last Updated: January 15, 2014 16:58

---------------------------------------------------------------
সাতসকালেও ভিক্টোরিয়ায় তারাদের ভিড়। তবে এ তারা দেখতে আকাশের দিকে চোখ তোলার প্রয়োজন নেই। মাটিতেই দেখা পাওয়া যায়। শীতের সকালে, জমাটি ঠাণ্ডায় ভিক্টোরিয়ার সামনে দেখা মিলল টলিউডের দুই নক্ষত্র, জিত এবং আবীরের। শুটিংয়ের ফাঁকে তাঁদের সঙ্গে হয়ে গেল একচোট আড্ডা।
জিতের মুখ থেকে গুড মর্নিং শুনতে একটু কষ্ট করতে হবে না, তাই কি হয়?
বুধবার সাতসকালে শীতের কামড় উপেক্ষা করে যাঁরা ভিক্টোরিয়ায় গিয়েছিলেন, তাঁরাই পেলেন ওই সুযোগ। একসঙ্গে জিত-আবীর। টলিউডের দুই নক্ষত্রের দেখা মিলল। সকাল-সকাল সিনেমার শুটিংয়ে হাজির হয়েছিলেন দুজনে।
কথায় কথায় জানা গেল, পৌষ-পার্বনে পিঠে-পুলির ভক্ত দুই তারকাই। তবে পেশার খাতিরে রাশ টানতে হয়েছে রসনায়।
হোক না কনকনে ঠাণ্ডা! তা বলে কি শীত না-পসন্দ হতে পারে কখনও? কক্ষণও নয়। আবীর-জিতও তো তাই বলছেন। তবে একটু হলেও আক্ষেপ, এমন শীতে আর একটু সময় লেপের তলায় কাটালে মন্দ হতো না!
First Published: Wednesday, January 15, 2014, 16:58