Last Updated: Wednesday, January 15, 2014, 16:58
সাতসকালেও ভিক্টোরিয়ায় তারাদের ভিড়। তবে এ তারা দেখতে আকাশের দিকে চোখ তোলার প্রয়োজন নেই। মাটিতেই দেখা পাওয়া যায়। শীতের সকালে, জমাটি ঠাণ্ডায় ভিক্টোরিয়ার সামনে দেখা মিলল টলিউডের দুই নক্ষত্র, জিত এবং আবীরের। শুটিংয়ের ফাঁকে তাঁদের সঙ্গে হয়ে গেল একচোট আড্ডা।