Last Updated: March 30, 2013 14:25

ভেন্টিলেশন থেকে বাইরে আনা হল নিউজিল্যান্ডের ক্রিকেটার জেসি রাইডারকে। বুধবার রাতে ক্রাইস্টচার্চে তাঁর উপর আক্রমণের পর থেকেই তিনি কোমাচ্ছন্ন ছিলেন। ভেন্টিলেশন ছাড়াও তিনি স্বাভাবিক শ্বাসক্রিয়া চালাতে পারছেন। তবে বুধবার রাতের কোনও স্মৃতি তাঁর নেই বলেই জানানো হয়েছে।
বুধবার রাতে পানশালায় হাতাহাতির পর তিনি মাথায় এবং ফুসফুসে গুরুতর চোট পান। অচৈতন্য অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় যুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিস। তাঁদের ৪ এপ্রিল কোর্টে পেশ করা হয়েছে।
আগামী আইপিএল-এ দিল্লি ডেয়ার ডেভিলে তাঁর খেলার কথা ছিল। শেষ নিলামে ডেয়ার ডেভিলস তাঁকে দু লক্ষ ৬০ হাজার মার্কিন ডলারে সই করিয়েছে।
First Published: Saturday, March 30, 2013, 14:25