Last Updated: Saturday, March 30, 2013, 14:25
ভেন্টিলেশন থেকে বাইরে আনা হল নিউজিল্যান্ডের ক্রিকেটার জেসি রাইডারকে। বুধবার রাতে ক্রাইস্টচার্চে তাঁর উপর আক্রমণের পর থেকেই তিনি কোমাচ্ছন্ন ছিলেন। ভেন্টিলেশন ছাড়াও তিনি স্বাভাবিক শ্বাসক্রিয়া চালাতে পারছেন। তবে বুধবার রাতের কোনও স্মৃতি তাঁর নেই বলেই জানানো হয়েছে। বুধবার রাতে পানশালায় হাতাহাতির পর তিনি মাথায় এবং ফুসফুসে গুরুতর চোট পান। অচৈতন্য অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।