Last Updated: October 12, 2011 00:07

সোনার দোকানে হামলা চালিয়ে এক কর্মচারীকে খুন করল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটে যাওয়া ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বরানগরের সিঁথি মোড় এলাকায়। নিহত কর্মচারীর নাম সমীর মান্না। দুষ্কৃতীরা গলায় খুর দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বরানগর থানার পুলিস। সমীর মান্নার বাড়ি হাওড়ার বাগনানে বলে পুলিস জানতে পেরেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
First Published: Wednesday, October 12, 2011, 00:07