টিম নির্বাচন নিয়ে ক্ষুব্ধ ঝুলন

টিম নির্বাচন নিয়ে ক্ষুব্ধ ঝুলন

টিম নির্বাচন নিয়ে ক্ষুব্ধ ঝুলনএখনও মহিলাদের বিশ্বর‌্যাঙ্কিংয়ে তিনিই শীর্ষে। তবু ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের অধিনায়কের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ায় হতাশ ঝুলন গোস্বামী। সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তবে এর কোন প্রভাব তাঁর পারফরম্যান্সে পড়বে না বলেও জানিয়ে দিলেন তিনি। একইসঙ্গেই গোটা টিম সেলেকশন নিয়েও ক্ষুব্ধ ঝুলন। তাঁর মতে প্রিয়াঙ্কা এবং রুমেলি ধরেরও সুযোগ পাওয়া উচিত ছিল। মঙ্গলবার যুবরাজ সিংয়ের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন ঝুলন।







First Published: Wednesday, February 8, 2012, 09:59


comments powered by Disqus