Last Updated: Monday, November 5, 2012, 20:10
এটাই ছিল নতুন নির্বাচক কমিটির প্রথম পরীক্ষা। সন্দীপ পাতিল, বিক্রম রাঠোর, রাজিন্দর হানস্, রজার বিনিদের প্রথম পরীক্ষা। প্রথম বৈঠকে কোনও চমকের পথে হাঁটেননি সন্দীপ পাটিল, রজার বিনিরা। নিজেদের মত করে সফল হলেন সন্দীপরা। তবে যোগ্যতা থাকা সত্ত্বেও একজনও বঙ্গ প্রতিনিধিকে সুযোগ করিয়ে দিতে না পেরে মার্কশিটে ফেল করলেন সাবা করিম।