Last Updated: June 8, 2013 22:06

অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার চারদিন পর অবশেষে মুখ খুলল তার পরিবার। জিয়ার আত্মহত্যার পিছনে `অবসাদ` রয়েছে বলে মানতে নারাজ তার স্বজনরা। জিয়ার মা রাবেয়া খান জানিয়েছেন, সাংবাদিকরা আমার মেয়ের মৃত্যুর কারণ হিসাবে তার `অবসাদ`-কে দায়ী করলেও তা ঠিক নয়। ও কখনও বিষণ্ণ ছিল না।" এমনকী জিয়ার বোন করিশ্মা জানিয়েছেন, "ময়না তদন্তে ওর পেট থেকে মদ, মাদক বা ঘুমের ওষুধ পাওয়া যায়নি।"
বরং জিয়ার আত্মহত্যার জন্য অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলির সঙ্গে প্রেমের সম্পর্কেই দায়ী করছে জিয়ার পরিবার। জিয়ার দুই বোন করিশ্মা ও কবিতা জানিয়েছেন, "জিয়া ও সুরজের সম্পর্ক আমরা মেনে নিতে পারিনি। জিয়া ভুল ছেলেকে ভালবেসে ছিল। ওই সম্পর্ক নিয়ে জিয়া নিজেও তো খুশি ছিল না। মানসিক অসন্তোষ, হতাশা ছিল ওর মধ্যে।" জানা গিয়েছে, জিয়ার মৃত্যুর কয়েকদিন আগে জিয়ার মা রাবেয়া সুরজকে এসএমএস করে জিয়ার থেকে দূরে সরে যেতে বলেছিলেন।
বারবার সম্পর্ক ভেঙে যাওয়া, তিন বছর ধরে হাতে কাজ না থাকা, দীর্ঘ অবসাদে ভুগতে ভুগতে সোমবার রাতে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিলেন জিয়া খান। তবে এই প্রথম নয়, এর আগেও নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন জিয়া। পুলিস সূত্রে জানা গেছে, আট মাসে আগে একবার মদ্যপ অবস্থায় হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন জিয়া। তাঁর শোয়ার ঘর থেকে আয়ুর্বেদিক ঘুমের ওষুধও উদ্ধার করেছে পুলিস।
First Published: Saturday, June 8, 2013, 22:06