Last Updated: Thursday, June 13, 2013, 13:16
গর্ভপাত করিয়েছিলেন জিয়া। নিশ্চিত পুলিস। বুধবার মেডিক্যাল জিয়ার মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখে ও ওই চিকিত্সকের(যিনি জিয়ার গর্ভপাত করান) সঙ্গে কথা বলে মুম্বই পুলিস জানায়, এই বছরের শুরুতেই গর্ভপাত করান জিয়া। তবে ময়নাতদন্তে জিয়ার শরীরে মেলেনি কোনও আঘাতের চিহ্ন। পাওয়া যায়নি মদ বা ড্রাগ নেওয়ার কোনও প্রমাণও।