দুহাত দুই মেয়ের বাবা যিশুর

দুহাত দুই মেয়ের বাবা যিশুর

দুহাত দুই মেয়ের বাবা যিশুর কিছুদিন আগেই দ্বিতীয়বার বাবা হয়েছেন যিশু সেনগুপ্ত। সেই আনন্দের মুহূর্তকে ধরে রাখতে এবার নিজের দুহাতে দুই মেয়ের নাম ট্যাটু করে ফেললেন টলিউড হাঙ্ক। বড় মেয়ের সারার সঙ্গে মিলিয়ে ছোট মেয়ের নাম রেখেছেন জারা। ডানহাতে সারা ও বাঁ হাতে জারার নাম চিরকালের জন্য খোদাই করে নিয়েছেন গর্বিত বাবা।

গত ৯ নভেম্বর জন্ম হয়েছে জারার। তার জন্মের পর দিনই ট্যাটু করিয়ে নিয়েছেন যিশু। "সারার জন্মের পরই আমি চেয়েছিলাম ট্যাটু করাতে। কিন্তু কাজের চাপে ভুলে গিয়েছিলাম। এখন যখন আমার জীবনে আরও একটা এঞ্জেল এসেই গেছে তখন আর দেরি করিনি। এটাই সেরা সময়", জানালেন ড্যাডি ডিয়ারেস্ট।

৮ বছর অভিনেত্রী নীলাঞ্জনা শর্মাকে বিয়ে করেন যিশু। ২০০৫ সালে জন্মায় তাঁদের প্রথম কন্যা সারা।


First Published: Friday, November 16, 2012, 17:05


comments powered by Disqus