Last Updated: Friday, November 16, 2012, 17:05
কিছুদিন আগেই দ্বিতীয়বার বাবা হয়েছেন যিশু সেনগুপ্ত। সেই আনন্দের মুহূর্তকে ধরে রাখতে এবার নিজের দুহাতে দুই মেয়ের নাম ট্যাটু করে ফেললেন টলিউড হাঙ্ক। বড় মেয়ের সারার সঙ্গে মিলিয়ে ছোট মেয়ের নাম রেখেছেন জারা। ডানহাতে সারা ও বাঁ হাতে জারার নাম চিরকালের জন্য খোদাই করে নিয়েছেন গর্বিত বাবা।