Last Updated: June 13, 2013 13:16

গর্ভপাত করিয়েছিলেন জিয়া। নিশ্চিত পুলিস। বুধবার মেডিক্যাল জিয়ার মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখে ও ওই চিকিত্সকের(যিনি জিয়ার গর্ভপাত করান) সঙ্গে কথা বলে মুম্বই পুলিস জানায়, এই বছরের শুরুতেই গর্ভপাত করান জিয়া। তবে ময়নাতদন্তে জিয়ার শরীরে মেলেনি কোনও আঘাতের চিহ্ন। পাওয়া যায়নি মদ বা ড্রাগ নেওয়ার কোনও প্রমাণও।
অন্যদিকে গতকালই পুলিসের কাছে অভিযুক্ত সুরজ পাঞ্চোলি স্বীকার করেন জিয়ার সঙ্গে এক বছরের লিভ-ইন সম্পর্কে ছিলেন তিনি। এমনকী জিয়াকে মারধর করার কথাও স্বীকার করেন সুরজ। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় জিয়ার লেখা পাঁচটি চিঠিও। আজই শেষ হচ্ছে সুরজের পুলিসি হেফাজত। গত ১১ জুন গ্রেফতার হন সুরজ।
আত্মহত্যার আগে ৬ পাতার সুইসাইড নোটে সুরজের দ্বারা ক্রমাগত নির্যাতিত হওয়ার কথা লিখে যান জিয়া। লেখেন সুরদের চাপে গর্ভপাত করাতে বাধ্য হওয়ার কথাও। সুইসাইড নোট হাতে আসার পরই সুরজকে গ্রেফতার করে পুলিস।
First Published: Thursday, June 13, 2013, 13:16