Last Updated: October 5, 2013 15:39

জিয়া খানের মৃত্যু নিয়ে নতুন করে অভিযোগ দায়ের করলেন তাঁর মা রাবিয়া খান। বম্বে হাই কোর্টের কাছে সিবিআই তদন্ত দাবি করে রাবিয়া জানিয়েছেন তাঁর মেয়েকে খুন করা হয়ে থাকতে পারে।
রাবিয়ার আইনজীবী দীনেশ তিওয়ারি জানান, রাবিয়া মনে করেন জিয়ার মৃত্যু নিয়ে ঠিক মত তদন্ত করা হয়নি। যদি চিকিত্সকদের মতামত নেওয়া হয় তাহলে দেখা যাবে তদন্তে কিছু অসঙ্গতি রয়েছে। জিয়ার মৃত্যু আপাতভাবে খুন মনে হয়।
গত ৩ জুন জুহুতে নিজের ফ্ল্যাটে গলায় ফাঁসা লাগিয়ে আত্মহত্যা করেন ২৫ বছরের অভিনেত্রী। মূল অভিযুক্ত সুরজ পাঞ্চোলি গ্রেফতার হন ১০ জুন। পয়লা জুলাই হাইকোর্টের জামিনে মুক্তি পান সুরজ।
First Published: Saturday, October 5, 2013, 15:39