জেএনইউ ক্যাম্পাসে আক্রান্ত ছাত্রী

জেএনইউ ক্যাম্পাসে আক্রান্ত ছাত্রী

জেএনইউ ক্যাম্পাসে আক্রান্ত ছাত্রী জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের মধ্যে আক্রান্ত হলেন এক ছাত্রী। ধারালো অস্ত্র নিয়ে ওই ছাত্রীর আক্রমণের পর আত্মঘাতী হয়  হামলাকারী ছাত্রটি।

আজ সকাল এগারোটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগে কোরিয় ভাষার ক্লাস ছিল। সে সময় ক্লাসের মধ্যেই বচসায় জড়িয়ে পড়েন ওই ছাত্রী এবং তাঁর সহপাঠী আকাশ নামে এক যুবক। কথা কাটাকাটির মাঝেই আচমকা ধারাল অস্ত্র নিয়ে ওই ছাত্রীর ওপর হামলা চালায় আকাশ। রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রী লুটিয়ে পড়লে আত্মহত্যার চেষ্টা করে আকাশ। পরে হাসপাতালে আকাশের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রী দিল্লির সফদরজঙ হাসপাতালে চিকিত্‍সাধীন। ঠিক কী কারণে ক্লাসের মধ্যে এই হামলা তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিস।

First Published: Wednesday, July 31, 2013, 18:11


comments powered by Disqus