Last Updated: Monday, July 22, 2013, 21:58
বাংলা ক্রিকেট দলের নতুন কোচ হলেন অশোক মালহোত্রা। ডব্লুউ ভি রামনকে সরানোর চব্বিশ ঘন্টার মধ্যে নতুন কোচকে বেছে নিলেন সিএবি কর্তারা। মনোজ-লক্ষ্মীদের কোচ হওয়ার দৌড়ে ছিলেন তিনজন। অশোক মালহোত্রা, দেবু মিত্র ও বলবিন্দর সিং সাঁধু। দেবু মিত্র সিএবি কর্তাদের জানান,সৌরাষ্ট্র কর্তারা তাঁকে ছাড়তে নারাজ।