জোকারের মুখোমুখি সোমদেব

জোকারের মুখোমুখি সোমদেব

জোকারের মুখোমুখি সোমদেবভারতের এক নম্বর পুরুষ টেনিস তারকা সোমদেব দেববর্মন এবার মুখোমুখি বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচের। এটিপি ওয়ার্ল্ড ট্যুরের মিয়ামি মাস্টার্সে তিন সেটের লড়াইয়ে ফ্রান্সের এডুরাডো রজার ভাসেলিনকে হারিয়ে তৃতীয় রাউন্ডে জকোভিচের বিরুদ্ধে খেলতে নামছেন সোমদেব।

শুক্রবার র‍্যাঙ্কিংয়ে নিজের থেকে ১৭৪ ধাপ এগিয়ে থাকা রজার ভাসেলিনকে দু`ঘন্টা ২০ মিনিটের ম্যাচে ৪-৬, ৬-৪, ৭-৫-এ হারালেন বিশ্বের ২৫৪ নম্বর প্লেয়ার সোমদেব।

First Published: Saturday, March 23, 2013, 21:18


comments powered by Disqus