Last Updated: Saturday, March 23, 2013, 21:18
ভারতের এক নম্বর পুরুষ টেনিস তারকা সোমদেব দেববর্মন এবার মুখোমুখি বিশ্বের এক নম্বর নোভাক জকোভিচের। এটিপি ওয়ার্ল্ড ট্যুরের মিয়ামি মাস্টার্সে তিন সেটের লড়াইয়ে ফ্রান্সের এডুরাডো রজার ভাসেলিনকে হারিয়ে তৃতীয় রাউন্ডে জকোভিচের বিরুদ্ধে খেলতে নামছেন সোমদেব।