John to marry Priya finally?, বিয়ের যজ্ঞে জন?

বিয়ের যজ্ঞে জন?

বিয়ের যজ্ঞে জন?বলিউডে এতদিন জন আব্রাহামের ইমেজ ছিল `প্লেবয় টাইপ`। বিয়ে বা সংসারে যাঁর ঘোর অনীহা। সেই ভাবমুর্তি খুব জলদি ভাঙ্গতে চলেছে। জন খুব তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন এক ট্যাবলয়েডকে দেওয়া সাক্ষাৎকারে।

বিপাশা বসুর সঙ্গে এক দশক ধরে চলা প্রেম ভেঙ্গে যাওয়ার সময় অনেকেই জনকে দায়ী করেছিলেন। বলা হচ্ছিল, বিপাশা বিয়ে করতে মরিয়া হয়ে উঠেছিলেন বলে জনই সম্পর্ক ভেঙ্গে দেন ।

কিন্তু অতি সম্প্রতি নতুন প্রেমিকা প্রিয়া রাঞ্চালের সঙ্গে জনকে প্রকাশ্যে দেখা যাচ্ছে নানা জায়গায়। আর এরই মধ্যে জনের মুখে বিবাহ নামক প্রতিষ্ঠাণের প্রশংসাও শোনা যাচ্ছে প্রায়ই। কাজেই দুই আর দুই চার করতে অসুবিধা হচ্ছে না কারোরই।

প্রিয়া পেশায় ফাইনান্সিয়াল অ্যানালিস্ট। গুজব যদি সত্যি হয়, তাহলে হয়ত এপ্রিলের মধ্যেই ঘটতে পারে এই বিয়ে।

বিপাশা কি শুনছেন?

First Published: Sunday, December 18, 2011, 16:46


comments powered by Disqus