Last Updated: Wednesday, March 28, 2012, 16:56
অভিনয়ের পর এবার প্রযোজনায় নামলেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক জন আব্রাহাম। ছবির নাম `ভিকি ডোনার`। এই ছবিতে প্রযোজনার পাশাপাশি একটি গানে ডান্স পারফর্ম করতেও দেখা যাবে প্রযোজক জনকে। স্পার্ম ডোনেশন, এই বিষয়টিকে পরিচালক সুজিত সরকার তুলে ধরেছেন ছবি ভিকি ডোনারে।