ফেরেরাকে হারিয়ে আবু ধাবিতে চ্যাম্পিয়ন জোকার

ফেরেরাকে হারিয়ে আবু ধাবিতে চ্যাম্পিয়ন জোকার

ফেরেরাকে হারিয়ে আবু ধাবিতে চ্যাম্পিয়ন জোকার ডেভিড ফেরেরাকে হারিয়ে আবু ধাবিতে জয়ের ধারা অব্যাহত রাখলেন নোভাক জোকোভিচ। শনিবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফেরেরাকে ৭-৫, ৬-২তে হারিয়ে টানা তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন হলেন জোকার।

ইউএস ওপেন ফাইনালে নাদালের কাছে হারার পর এটিপি ট্যুরে টানা ২৪ ম্যাচ জিতে মরসুম শেষ করলেন জোকোভিচ। এর আগে জো-উইলফ্রেড সঙ্গাকে ৭-৬(৫), ৬-৩ সেটে হারিয়ে তৃতীয় স্থান দখল করেছেন শীর্ষ বাছাই রাফায়েল নাদাল।

পুরস্কার মূল্য হিসেবে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ পেয়েছেন ২৫০,০০০ মার্কিন ডলারের চেক। জিতে জানালেন আপাতত পাখির চোখ আসন্ন ২০১৪-র অস্ট্রেলিয়ান ওপেন।



First Published: Saturday, December 28, 2013, 23:53


comments powered by Disqus