রাজস্থানে মাদেরনার সমর্থকদের হাতে আক্রান্ত সাংবাদিক, Journalists assaulted by Mahipal`s supporters

রাজস্থানে মাদেরনার সমর্থকদের হাতে আক্রান্ত সাংবাদিক

রাজস্থানে মাদেরনার সমর্থকদের হাতে আক্রান্ত সাংবাদিকভঁবরি দেবী নিখোঁজ রহস্য নিয়ে রাজস্থানে রাজনৈতিক যুদ্ধ তুঙ্গে। গত শনিবারই এই ঘটনায় মূল অভিযুক্ত বহিস্কৃত মন্ত্রী মহিপাল মাদেরনাকে কংগ্রেস দল থেকেও বহিস্কার করা হয়। বুকে ব্যথা এবং উচ্চ-রক্তচাপ নিয়ে মাদেরনা ভর্তি হন যোধপুরের একটি হাসপাতালে। রবিবার খবর সংগ্রহ করতে গিয়ে মাদেরনার সমর্থকদের হাতে আক্রান্ত হন সাংবাদিকরা। এই ঘটনার নিন্দা করে বিজেপির রাজ্য সভাপতি অরুণ চতুরবেদির অভিযোগ, কংগ্রেসের কারও বিরুদ্ধে কেউ মুখ খুলতে গেলেই, তাঁদের আক্রমণ করা হয়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী অশোক গেহলাটের পদত্যাগ দাবি করেছে বিজেপি। তবে বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। সাংবাদিকদের হেনস্থার ঘটনার নিন্দা করেছেন তাঁরা। রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী শান্তিলাল ধরিওয়াল ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। 

First Published: Monday, November 14, 2011, 09:57


comments powered by Disqus