ছত্তিসগড়ে সাংবাদিককে কুপিয়ে খুন

ছত্তিসগড়ে সাংবাদিককে কুপিয়ে খুন

ছত্তিসগড়ে সাংবাদিককে কুপিয়ে খুনছত্তিসগড়ের সুকমার লেদাগ্রামে এক সাংবাদিককে কুপিয়ে খুন করা হয়েছে। ধারাল অস্ত্রের আঘাতে নিহত ওই সাংবাদিকের নাম নেমিচাঁদ সিং।

তোংপাল থানা থেকে তিন কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে।

খুনের পিছনে মাওবাদীরা জড়িত বলে পুলিসের প্রাথমিক অনুমান। যদিও, এ বিষয়ে পুলিস এখনও নিঃসংশয় হতে পারেনি। কী কারণে এই খুন তাও জানা যায়নি।

তদন্ত শুরু করেছে পুলিস।

First Published: Wednesday, February 13, 2013, 10:35


comments powered by Disqus