শুধুমাত্র কাজের নিরিখেই আমার বিচার করা হক: স্মৃতি ইরানি

শুধুমাত্র কাজের নিরিখেই আমার বিচার করা হোক: স্মৃতি ইরানি

শুধুমাত্র কাজের নিরিখেই আমার বিচার করা হোক: স্মৃতি ইরানিঅবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে যখন জাতীয় রাজনীতি সরগরম তখন স্মৃতি আবেদন করলেন তাঁকে শুধুমাত্র তাঁর কাজের নিরিখেই বিচার করা হক।

তার সঙ্গেই স্মৃতি অভিযোগ করেছেন তাঁর কাজের থেকে মনসংযোগ বিচ্ছিন্ন করার জন্যই এই ধরণের পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।

যদিও তাঁর বিতর্কিত নির্বাচনী হলফনামা নিয়ে কোনও মন্তব্যই করতে রাজি হননি স্মৃতি।

কংগ্রেস নেতা অজয় মাকেনের একটি টুইট থেকে বিতর্কের জন্ম হয়। টুইটে নতুন মানব সম্পদ মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন মাকেন। মঙ্গলবার টুইটে মাকেন বলেন ``কী মন্ত্রক সাজিয়েছেন মোদী? মানব সম্পদ উন্নয়োন মন্ত্রী স্মৃতি ইরানির স্নাতক ডিগ্রিটুকু নেই। ইসিআই-এর ১১ নং পাতায় ওনার হলফনামা দেখুন!``

বিজেপি নেতৃত্ব অবশ্য এ বিষয়ে সম্পূর্ণভাবে স্মৃতির পক্ষেই দাঁড়িয়েছে। বিজেপির মুখপাত্র মুখতার আব্বাস নকভি লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবিকে ঠেস দিয়ে মন্তব্য করেছেন ``লোকসভা নির্বাচনে দেশের জনগণ কংগ্রেসকে সম্পূর্ণ ভাবে বাতিল করেছে। আমাদের পরামর্শ কংগ্রেস নেতারা এইবার অন্তত তাঁদের ঔদ্ধত্য সরিয়ে রেখে নিজেদের গাফিলতির দিকে ফিরে তাকান।``



First Published: Thursday, May 29, 2014, 13:02


comments powered by Disqus