Last Updated: October 27, 2011 22:54

মুয়াম্মর গদ্দাফির খুনিদের বিচার হবে। বিশ্বজুড়ে গদ্দাফির মৃত্যু ঘিরে বিতর্কের মুখে একথা ঘোষণা করল লিবিয়ার অন্তর্বর্তী সরকার। ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দেল হাফিজ ঘোগা জানিয়েছেন ইতিমধ্যে গদ্দাফির মৃত্যুর তদন্ত শুরু হয়েছে। যুদ্ধাপরাধিদের ক্ষেত্রেও নির্দেশিকা জারি করা হবে। সির্তে থেকে পালানোর সময় গদ্দাফির কনভয়ে ন্যাটো হামলা হয়েছিল। গুরুতর আহত গদ্দাফিকে আটক করেছিল এনটিসির সেনারা। পরে তাঁকে খুন করা হয়। রক্তাক্ত গদ্দাফির শেষ মুহুর্তের ভিডিও ও তাঁর মৃতদেহের ছবি বিভিন্ন সংবাদমাধ্যমে সম্প্রচার হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠে। এই ইস্যুতে ক্রমশই চাপ বাড়ছিল লিবিয়ার অন্তর্বর্তী সরকারের ওপর। তার জেরেই বৃহস্পতিবার এই সিদ্ধান্ত ঘোষণা করেছে এনটিসি।
First Published: Thursday, October 27, 2011, 22:58