Last Updated: Thursday, October 27, 2011, 22:54
মুয়াম্মর গদ্দাফির খুনিদের বিচার হবে। বিশ্বজুড়ে গদ্দাফির মৃত্যু ঘিরে বিতর্কের মুখে একথা ঘোষণা করল লিবিয়ার অন্তর্বর্তী সরকার। ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দেল হাফিজ ঘোগা জানিয়েছেন ইতিমধ্যে গদ্দাফির মৃত্যুর তদন্ত শুরু হয়েছে।