Last Updated: June 22, 2013 13:06

নারী নির্যাতনের প্রতিবাদে সোচ্চার হয়েছে রাজ্য। কামদুনি, গাইঘাটা, গেদে কাণ্ডের ক্ষোভের আগুন আছড়ে পড়েছে কলকাতার রাজপথে। সারা রাজ্য থেকে মানুষ পা মিলিয়েছেন মিছিলে। বুদ্ধিজীবীদের সঙ্গে একই মিছিলে হেঁটেছেন কামদুনি, গাইঘাটা কাণ্ডের মৃতের পরিবার। শারীরিক অসুস্থতার জন্য মিছিলে উপস্থিত থাকতে পারেননি মৃণাল সেন। শঙ্খ ঘোষকে চিঠি দিয়ে জানিয়েছেন সে কথা। ২৪ ঘণ্টা পৌঁছে গিয়েছিল মৃণাল সেনের বাড়িতে। সেখানেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বর্ষীয়ান চিত্র পরিচালক।
২৪ ঘণ্টাকে মৃণাল সেন বলেন, "মুখ্যমন্ত্রীর কথায় কোনও রুচির গন্ধ মাত্র নেই। আমি মনে করি কামদুনির মহিলারা অনেক ভাল করে, সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই এভাবে কথা বলার। কেউ কিছু বললেই হয় সে মাওবাদী, নাহলে সিপিএম, তাঁকে খুন করার চেষ্টা। এইসব কথা থেকেই বোঝা যায় ভদ্রমহিলা সুস্থ মস্তিষ্কের মানুষ নন। সবকিছুই একটা জংলি ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। জঙ্গলের রাজত্ব। এগুলো যত বাড়বে, এঁর পাগলামিও বাড়বে। রুখে দাঁড়ানোটা দরকার ছিল। সেটা আজ হয়েছে। ভয় না পেয়ে মানুষ এগিয়ে এসেছে।"
মৃণাল সেনের বক্তব্য শুনতে ক্লিক করুন
First Published: Saturday, June 22, 2013, 13:09