নিরপেক্ষতা প্রশ্নে কাটজুর পদত্যাগের দাবি জেটলির

নিরপেক্ষতা প্রশ্নে কাটজুর পদত্যাগের দাবি জেটলির

নিরপেক্ষতা প্রশ্নে কাটজুর পদত্যাগের দাবি জেটলিরপ্রেস কাউন্সিল চেয়রম্যান মার্কন্ডেও কাটজুর অবিলম্বে পদত্যাগ করা উচিৎ বলে মন্তব্য করলেন বিজেপি নেতা অরুণ জেটলি। কাটজুর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন জেটলি। বিহার, গুজরাত ও পশ্চিমবঙ্গে অকংগ্রেসী সরকারদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যে কাটজুকে আক্রমণ করেছে বিজেপি।

দলীয় ওয়েবসাইটে ভারতীয় জনতা দলের নেতা কাটজুকে কার্যত কটাক্ষ করেন। গত সপ্তাহে প্রেস কাউন্সিলের তরফে একটি বয়ান পেশ করে কাটজু বিহারের সংবাদমাধ্যমের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তোলেন। এই প্রসঙ্গেই তাঁর সমালোচনা করেছেন জেটলি। এর পাশাপাশি এক ইংরাজি দৈনিকেও গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায় সরব হন প্রেস কাউন্সিলের চেয়রম্যান।

সেইসঙ্গে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের কোনও প্রাক্তন বিচারপতির অবসরের পর সরকারি পদে থাকা উচিৎ নয় বলে মন্তব্য করেছেন অরুণ জেটলি। তিনি বলেন, "প্রেস কাউন্সিলের চেয়রম্যানের পদে থেকে স্বচ্ছতা, নিরপেক্ষতা বজায় রেখে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা করা উচিৎ নয়।"

প্রসংগত, ২০০৬-এর এপ্রিল থেকে ২০১১-র সেপ্টেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন মার্কন্ডেও কাটজু।






First Published: Sunday, February 17, 2013, 17:45


comments powered by Disqus