Last Updated: Sunday, February 17, 2013, 17:42
প্রেস কাউন্সিল চেয়রম্যান মার্কন্ডেও কাটজুর অবিলম্বে পদত্যাগ করা উচিৎ বলে মন্তব্য করলেন বিজেপি নেতা অরুণ জেটলি। কাটজুর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন জেটলি। বিহার, গুজরাত ও পশ্চিমবঙ্গে অকংগ্রেসী সরকারদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যে কাটজুকে আক্রমণ করেছে বিজেপি।