জোরা স্বস্তি জোয়ালার, আদালত জানিয়ে দিল দরকার নেই ব্যাডমিন্টন সুন্দরীর উপর স্থগিতাদেশ, জোয়ালার হয়ে জো

জোড়া স্বস্তি জোয়ালার, আদালত জানিয়ে দিল দরকার নেই ব্যাডমিন্টন সুন্দরীর উপর স্থগিতাদেশ, জোয়ালার হয়ে জোর সওয়াল বীরাপ্পা মোইলির

জোড়া স্বস্তি জোয়ালার, আদালত জানিয়ে দিল দরকার নেই ব্যাডমিন্টন সুন্দরীর উপর স্থগিতাদেশ, জোয়ালার হয়ে জোর সওয়াল বীরাপ্পা মোইলিরবীরাপ্পা মোইলির ভারতীয় ব্যাডমিন্টন ফেডারেশনের নানা সিদ্ধান্ত জোয়ালা গুট্টাকে অস্বস্তিতে রাখছে। সেই পরিস্থিতিতে জোয়ালার হয়ে ব্যাট ধরলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মোইলি। তেমনই  দিল্লি হাইকোর্টের নির্দেশও স্বস্তিতে রাখল জোয়ালাকে। ক্রীড়ামন্ত্রককে কার্যত হুমকি দিয়ে পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মোইলি জানিয়েছেন জোয়ালার বিরুদ্ধে অন্যায় হলে ব্যাডমিন্টন ফেডারেশনকে দেওয়া যাবতীয় স্পনসরশিপ তুলে নেবে পেট্রোলিয়াম মন্ত্রক।

ভারত পেট্রোলিয়ামে কর্মরত জোয়ালা। ভারতীয় ক্রীড়া আঙিনায় এভাবে কোনও ক্রীড়াবিদের পাশে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে দাঁড়াতে খুব কমই দেখা গেছে। অন্যদিকে  তাঁর বিরুদ্ধে চলা তদন্তের উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন জোয়ালা। কিন্তু আদালত জানিয়ে দেয় স্থগিতাদেশের প্রয়োজন নেই। কারণ ইতিমধ্যেই আদালত জোয়ালাকে আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ করার ছাড়পত্র দিতে ফেডারেশনকে নির্দেশ দিয়ে দিয়েছে। 

First Published: Friday, October 25, 2013, 20:24


comments powered by Disqus