Last Updated: Friday, October 25, 2013, 20:05
বীরাপ্পা মোইলির ভারতীয় ব্যাডমিন্টন ফেডারেশনের নানা সিদ্ধান্ত জোয়ালা গুট্টাকে অস্বস্তিতে রাখছে। সেই পরিস্থিতিতে জোয়ালার হয়ে ব্যাট ধরলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মোইলি। তেমনই দিল্লি হাইকোর্টের নির্দেশও স্বস্তিতে রাখল জোয়ালাকে। ক্রীড়ামন্ত্রককে কার্যত হুমকি দিয়ে পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মোইলি জানিয়েছেন জোয়ালার বিরুদ্ধে অন্যায় হলে ব্যাডমিন্টন ফেডারেশনকে দেওয়া যাবতীয় স্পনসরশিপ তুলে নেবে পেট্রোলিয়াম মন্ত্রক।