ডেনমার্ক ওপেন থেকে ছিটকে গেলেন জোয়ালা গুট্টা-ভি দিজু জুটি, Jwala Gutta out of Denmark Open

ডেনমার্ক ওপেন থেকে ছিটকে গেলেন জোয়ালা গুট্টা-ভি দিজু জুটি

ডেনমার্ক ওপেন থেকে ছিটকে গেলেন জোয়ালা গুট্টা-ভি দিজু জুটিদ্বিতীয় রাউন্ডে সাইনা নেহওয়ালের ছিটকে যাওয়ার পর এবার ডেনমার্ক ওপেন থেকে ছিটকে গেলেন জোয়ালা গুট্টা-ভি দিজু জুটি। মিক্সড ডবলস বিভাগে ইংল্যান্ডের জুটির কাছে পাঁচ-একুশ, সাত-একুশ ব্যাবধানে স্ট্রেট গেমে হেরে যায় জোয়ালা-দিজু জুটি। মাত্র ছাব্বিশ মিনিটের মধ্যেই হেরে যায় ভারতীয় জুটি। এরফলে ডেনমার্ক ওপেনে ভারতের সমস্ত আশা শেষ হয়ে গেল। গত মাসে জেয়ালা-দিজু জুটি চায়না মাস্টার্সের সেমিফাইনালে পৌছেছিলেন।
 

First Published: Sunday, October 23, 2011, 13:09


comments powered by Disqus