Last Updated: Tuesday, June 5, 2012, 15:05
কেরিয়ারে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামের দিকে আরও এক ধাপ এগোলো মহেশ ভূপতি-সানিয়া মির্জা জুটি। সোমবার ফরাসী ওপেনের মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বাছাই চেক-আমেরিকান জুটি কেভেতা পেসচেক-মাইক ব্রায়ান স্ট্রেট সেটে(৬-২), (৬-৩) হারিয়ে সেমিফাইনালে পৌঁছলেন ভূপতি-সানিয়া।