পিঙ্কির পাশে এবার গানওয়ালা

পিঙ্কির পাশে এবার গানওয়ালা

পিঙ্কির পাশে এবার গানওয়ালা পিঙ্কি প্রামাণিকের হেনস্থার প্রতিবাদে গর্জে উঠল গানওয়ালার গিটার। দেশের হয়ে সোনাজয়ী এক অ্যাথলিটের লিঙ্গ পরিচয় নিয়ে সংশয় যখন মিডিয়ার শিরোনামে, তখন সেই ঘটনায় তীব্র ক্ষোভ শোনা গেল গায়ক-সাংসদের গলায়। ওই গানে কবীর সুমন ফুঁসে উঠেছেন প্রশাসনের ভূমিকা নিয়েও।
পিঙ্কির পাশে এবার গানওয়ালা
পার্ক স্ট্রীট ধর্ষণ কাণ্ডের জেরে দময়ন্তী সেনের বদলি, কিষেনজির মৃত্যু, জাগরী বাস্কের আত্মসমর্পণ অথবা কার্টুন কাণ্ডে অধ্যাপকের গ্রেফতারি। সাম্প্রতিক ইস্যুতে বারবারই গান বেঁধেছেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ। দেশের হয়ে সোনাজয়ী অ্যাথলিটের শারীরিক পরীক্ষার ভিডিও ছড়িয়ে পড়েছে এমএমএস হিসেবে। সেই ঘটনায় তীব্র ক্ষোভও প্রকাশ পেয়েছে সুমনের গানের কলিতে। গানটি সম্প্রতি নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছেন কবীর সুমন। পিঙ্কিকে হেনস্থার প্রতিবাদে সরব হয়েছে রাজ্য মানবাধিকার কমিশনও। ফেসবুকেও আছড়ে পড়েছে সতর্ক নাগরিকি প্রতিবাদ।
 

First Published: Monday, July 9, 2012, 20:32


comments powered by Disqus