Last Updated: Monday, November 12, 2012, 17:04
অ্যাথলিট পিঙ্কি প্রামাণিক বিতর্কে নয়া মোড়। মেডিক্যাল রিপোর্টে প্রমাণিত হল পিঙ্কি পুরুষ। তার ভিত্তিতেই আজ বারাসত আদালতে পিঙ্কির বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিস। চার্জশিটে পিঙ্কির বিরুদ্ধে ধর্ষণ, সম্পত্তি হাতানো সহ মোট ৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। শেষ শারীরিক পরীক্ষার রিপোর্টে বলা হয়েছে যে পিঙ্কি পুরুষ এবং সহবাসে সক্ষম। চার্জশিটের সঙ্গে এই মেডিক্যাল রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছে।