Last Updated: October 16, 2012 23:07

নন্দীগ্রামকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ব্যবহার করেছিলেন। এই বিস্ফোরক মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেস সাংসদ কবীর সুমন। রাজনৈতিক বন্দি পরিবার সংহতি মঞ্চের একটি কনভেনশনে এই মন্তব্য করেন সুমন। রাজনৈতিক বন্দিদের মুক্তির পক্ষেও জোরালো সওয়াল করেছেন তিনি। রাজনৈতিক বন্দিদের মুক্তির জন্য প্রয়োজনে তিনি ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের পুতুল হতে রাজি বলেও তীর্যক মন্তব্য করেন সুমন।
সেই সূত্রেই বন্দি মুক্তির দাবিতে প্রচ্ছন্ন হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সাম্প্রতিককালে এরাজ্যে মাওবাদী অভিযোগে ধৃত প্রায় ২৮ জন রাজনৈতিক বন্দির মর্যাদা পেয়েছেন। কেন্দ্রের ঘোষণায় নিষিদ্ধ সংগঠন হওয়া সত্ত্বেও রাজনৈতিক বন্দির মর্যাদা আদতে সংগঠনের রাজনৈতিক অস্তিতকেই দৃঢ় করছে বলেও দাবি উঠেছে। রাজনৈতিক বন্দি পরিবার সংহতি মঞ্চ নামে এক সংগঠন তৈরি হল মঙ্গলবার। বিভিন্ন বন্দিদের পরিবারের সদস্যরাও এদিন উপস্থিত ছিলেন এই মঞ্চে।
First Published: Tuesday, October 16, 2012, 23:07