Last Updated: Thursday, March 15, 2012, 14:10
রেলের ভাড়া বৃদ্ধির নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ টানাপোড়েনটা আরও উস্কে দিলেন কবীর সুমন। ২৪ ঘণ্টাকে দেওয়া দূরভাষ সাক্ষাত্কারে সরাসরি রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর পাশে দাঁড়িয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ। তাঁর মতে, ``দীনেশবাবু যা করেছেন, দেশ এবং রেলওয়ের স্বার্থেই করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে নিজের স্বাধীকারের জায়গা থেকে করেছেন। এ ব্যাপারে কোনও `কালেক্টিভ ডিশিসন`-এর অভাব ছিল বলে আমি মনে করি না।"