Last Updated: February 24, 2014 23:03

সমস্যা মিটেছিল গতকালই। আজ পরীক্ষাও দিল কাঁকিনাড়া স্কুলের তিনশো পঁচাত্তরজন ছাত্রছাত্রী। কিন্তু, বহিরাগত পরীক্ষার্থী হিসেবে। উত্তর দিতে হল একশো নম্বরের প্রশ্নের। সেটাও সেই নির্ধারিত তিন ঘণ্টাতেই। তবে, সেসব নিয়ে ওই তিনশো পঁচাত্তর জন পরীক্ষার্থীর কোনও অভিযোগ নেই।
পরীক্ষা দিতে পেরেই খুশি তারা।আদৌ কি পরীক্ষা দিতে পারবে? রবিবারও সারাটাদিন কেটেছে চরম উত্কণ্ঠায়। শেষপর্যন্ত কাটে উদ্বেগ। রবিবার বিকেলের পর অ্যাডমিট কার্ড হাতে পায় কাঁকিনাড়া স্কুলের মাধ্যমে পরীক্ষায় বসতে চাওয়া ছাত্রছাত্রীরা। আর সোমবার তারাই পরীক্ষা দিল বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলে। তবে, ওরা সবাই পরীক্ষা দিল বহিরাগত হিসেবে। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত তিনঘণ্টাই হাতে পেয়েছিল ওরা। কিন্তু, নব্বই নয়, ওদের উত্তর দিতে হল একশো নম্বরের প্রশ্নের।
সোমবার বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলে যান মধ্যশিক্ষা পর্ষদের সচিব। বহিরাগত হিসেবে পরীক্ষা দেওয়ায় ওই তিনশো পঁচাত্তর জন পড়ুয়ার কোনও অভিযোগ নেই বলে জানিয়েছেন তিনি। অনেক টানাপোড়েনের পর শেষপর্যন্ত পরীক্ষা দিতে পেরেছে ছেলেমেয়েরা। স্বস্তিতে অভিভাবকরাও।
First Published: Monday, February 24, 2014, 23:03