Last Updated: Monday, February 24, 2014, 23:03
সমস্যা মিটেছিল গতকালই। আজ পরীক্ষাও দিল কাঁকিনাড়া স্কুলের তিনশো পঁচাত্তরজন ছাত্রছাত্রী। কিন্তু, বহিরাগত পরীক্ষার্থী হিসেবে। উত্তর দিতে হল একশো নম্বরের প্রশ্নের। সেটাও সেই নির্ধারিত তিন ঘণ্টাতেই। তবে, সেসব নিয়ে ওই তিনশো পঁচাত্তর জন পরীক্ষার্থীর কোনও অভিযোগ নেই।