পার্ক স্ট্রিট কাণ্ডে বেফাঁস মন্তব্য, ক্ষমা চাইলেন কাকলি

পার্ক স্ট্রিট কাণ্ডে বেফাঁস মন্তব্য, ক্ষমা চাইলেন কাকলি

পার্ক স্ট্রিট কাণ্ডে বেফাঁস মন্তব্য, ক্ষমা চাইলেন কাকলি রাজ্য মানবাধিকার কমিশনের দফতরে গিয়ে ক্ষমা চাইলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। স্বীকার করে নিলেন পার্ক স্ট্রিটে ধর্ষণের ঘটনা নিয়ে ওই ধরনের মন্তব্য করে ঠিক করেননি তিনি।

পার্ক স্ট্রিটের ঘটনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেছিলেন, "ওই ঘটনা মহিলা এবং তাঁর খদ্দেরের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল।" এরপরই রাজ্য মানবাধিকার কমিশন তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনে। ডেকে পাঠানো হয় তৃণমূল কংগ্রেস সাংসদকে। আজ তাই মানবাধিকার কমিশনের দফতরে হাজিরা দিতে আসেন কাকলি ঘোষ দস্তিদার।

First Published: Wednesday, May 15, 2013, 19:56


comments powered by Disqus