Last Updated: June 19, 2012 20:00

তাঁকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার আর্জি জানানোয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে চিঠি দিলেন এ পি জে আবদুল কালাম। মঙ্গলবার মহাকরণে পৌঁছয় এই চিঠি। চিঠিতে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি। পাল্টা চিঠিতে কালামকেও কৃতজ্ঞতা জানিয়েছেন তৃণমূনেত্রী।
রাষ্ট্রপতি নির্বাচনকে কালামকে প্রার্থী করার জন্য দিল্লি গিয়ে বেশ কয়েকদিন চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস প্রণব মুখোপাধ্যায়কে প্রার্থী করার পর যদিও তাঁর সে চেষ্টায় জল ঢেলে রাজনৈতিক দলগুলি একে একে মিরাটির ব্রাহ্মণকেই সমর্থন করতে থাকে। কালামকে সমর্থন নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে এনডিএ-ও। এর পর রাষ্ট্রপতি নির্বাচনে লড়বেন না বলে বিবৃতি দিয়ে জানিয়ে দেন কালাম। তবে তাতেও হাল ছাড়েননি মুখ্যমন্ত্রী। ভারতের এই পরমাণু বিজ্ঞানীর পক্ষে সমর্থন জোগার করতে ফেসবুকে প্রচার শুরু করেন তিনি। জানিয়ে দেন কালামই তাঁদের প্রার্থী।

মঙ্গলবার এই চেষ্টার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে চিঠি দেন আবদুল কালাম। চিঠিতে মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি লিখেছেন, "এই অল্প সময়ে আপনার নেতৃত্বে অবিভূত। নির্দিষ্ট লক্ষ্যে আপনার লড়াকু, সত্ ও উত্সাহী নেতা দেশের প্রয়োজন। আপনাকে নিরাশ করার জন্য আমি দুঃখিত।
তাঁর যোগ্যতা ও ব্যক্তিত্ব দেশ তথা দুনিয়ার গর্ব বলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের হৃদয়ে সব সময় কালাম উজ্জ্বল থাকবেন বলে জানিয়েছেন তিনি। চিঠিতে প্রাক্তন রাষ্ট্রপতির আশির্বাদ প্রার্থনা করেছেন মুখ্যমন্ত্রী।
First Published: Tuesday, June 19, 2012, 21:31