Last Updated: Saturday, May 12, 2012, 22:07
হুমকি চিঠিকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় তোলপাড় হল দমদম থানা। দমদম স্টেশন, অজ্ঞাতপরিচয় একজন রেজিস্ট্রারের বাড়ি এবং দমদমের ছাতাকলের কাছে একটি কারখানার ভিতরে বোমা রয়েছে জানিয়ে এদিন সন্ধ্যায় একটি হুমকি চিঠি পৌঁছয় দমদমের ঘুঘুডাঙা ফাঁড়িতে।