Last Updated: November 15, 2012 22:40

জনবহুল রাস্তার দুধারে দুদল যুবক। দুপক্ষই একে অপরকে লক্ষ্য করে যথেচ্ছভাবে ছুড়ছে রকেট, শব্দবাজি। জ্বলন্ত রকেট কখনও ঢুকে যাচ্ছে রাস্তার পাশে বাড়ির মধ্যে। বাজির লড়াইয়ের ত্রস্ত পথচারী ও বাসিন্দারা। সব দেখেও নীরব থাকল পুলিস। বরং নিজেদের মাথা বাঁচাতে পুলিসকর্মীরা পরে নিলেন হেলমেট। বৃহস্পতিবার ভর সন্ধেয় এ দৃশ্য দেখা গেল কালীঘাট রোডে। আজ শ্মশানকালীর বিসর্জন।
স্বয়ং মুখ্যমন্ত্রী এই পুজোর সঙ্গে যুক্ত। বিসর্জনের আগেই অবশ্য লেগে গেল বাজির যুদ্ধ। একদিকে শ্মশানকালী পুজোর সমর্থকেরা। অন্যদিকে কালীঘাট বাজারের একদল যুবক। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দুপক্ষই অবাধে ব্যবহার করল শব্দবাজি। সবকিছুই নীরবে দাঁড়িয়ে দেখল পুলিস।
First Published: Thursday, November 15, 2012, 22:40