Last Updated: Thursday, November 15, 2012, 22:40
জনবহুল রাস্তার দুধারে দুদল যুবক। দুপক্ষই একে অপরকে লক্ষ্য করে যথেচ্ছভাবে ছুড়ছে রকেট, শব্দবাজি। জ্বলন্ত রকেট কখনও ঢুকে যাচ্ছে রাস্তার পাশে বাড়ির মধ্যে। বাজির লড়াইয়ের ত্রস্ত পথচারী ও বাসিন্দারা। সব দেখেও নীরব থাকল পুলিস। বরং নিজেদের মাথা বাঁচাতে পুলিসকর্মীরা পরে নিলেন হেলমেট।