Last Updated: November 18, 2011 22:54

টেস্ট ক্রিকেটে বারো হাজার রান পুর্ণ করলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জাক ক্যালিস। ওয়ান্ডরার্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যানদের তালিকায় এই মুহুর্তে তিনি চতুর্থ স্থানে। এই তালিকায় প্রথম তিন স্থানে রয়েছেন যথাক্রমে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং রিকি পন্টিং। টেস্ট ক্রিকেটে ক্যালিসের নামে দুশো সত্তরটি উইকেটও রয়েছে।
First Published: Friday, November 18, 2011, 22:57