Last Updated: Thursday, November 29, 2012, 10:48
অস্ট্রেলিয়ার ক্রিকেট একটা অধ্যায়ের শেষ হতে চলেছে। রান সংখ্যার বিচারে সর্বকালের সেরা অসি ব্যাটসম্যানকে টেস্টে আর খেলতে দেখা যাবে না। দীর্ঘ ১৭ বছরের টেস্ট কেরিয়ারে ইতি টানতে চলেছেন রিকি পন্টিং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামীকাল পারথে শুরু হতে চলা সিরিজের তৃতীয় খেলাটাই রিকি পন্টিংয়ের জীবনের শেষ টেস্ট ম্যাচ হতে চলেছে। এমন কথাই আজ ঘোষণা করে বিশ্ব ক্রিকেটকে চমকে দিলেন অস্ট্রেলিয়ার অন্যতম সফল প্রাক্তন এই অধিনায়ক। ওযানডে ক্রিকেটে এখন আর দলে সুযোগ পান না। শেষবার ওয়ানডে খেলেছেন ভারতের বিরুদ্ধে ফেব্রুয়ারিতে। আর টি টোয়েন্টিতে শেষ খেলেছেন তিন বছর আগে। তাই টেস্ট ক্রিকেট অবসর নিয়ে কার্যত আন্তর্জাতিক ক্রিকেটেকেই আলবিদা জানানোর পথে চললেন পন্টিং।