এবার সুপ্রিম কোর্ট যাচ্ছে কামদুনি

এবার সুপ্রিম কোর্ট যাচ্ছে কামদুনি

এবার সুপ্রিম কোর্ট যাচ্ছে কামদুনিসুপ্রিম কোর্ট যাচ্ছে কামদুনির নির্যাতিতা পরিবার। দাবি, শুনানি চলুক বারাসতের আদালতেই। গলকাল মামলা কলকাতা নগর দায়েরা আদালতে সারানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ওই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যাচ্ছে নির্যাতিতার পরিবার।

মামলা সরানোর আর্জি জানায় অভিযুক্তরা, তাতে আপত্তি জানায়নি রাজ্য সরকার। কামদুনি নির্যাতিতার দাদা বলেন, ``কলকাতায় মামলা হলে দূরত্বের জন্য অসুবিধা হবে।"









First Published: Tuesday, August 13, 2013, 18:48


comments powered by Disqus