Last Updated: August 23, 2013 09:45

আজ কলকাতায় কামদুনি মামলার শুনানি। হাইকোর্টের নির্দেশিকার পর বারাসত আদালত থেকে মামলার শুনানি কলকাতার নগর দায়রা আদালতে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই এই মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
পুলিসি নিরাপত্তায় কামদুনির সাক্ষীদের আনা হবে আদালত চত্বরে। হাইকোর্টের নির্দেশে নিজেদের পছন্দের আইনজীবীও মিয়োগ করতে পারবে নির্যাতীতার পরিবার। এর আগে বারাসতে শুনানি চলার সময় আদালত চত্বরে
বিক্ষোভ দেখানো হয়েছিল। সেইকথা মাথায় রেখে আজ আদালত চত্বরে কড়া পুলিসি প্রহরার ব্যবস্থা করা হয়েছে।
First Published: Friday, August 23, 2013, 11:48