Last Updated: Tuesday, October 8, 2013, 22:15
হাজারো চোখরাঙানি সত্ত্বেও থেমে যায়নি কামদুনি। থেমে যায়নি আন্দোলন। সোমবার কামদুনিকাণ্ডের চারমাস পূরণের দিনে প্রতিবাদ মঞ্চের তরফে কামদুনির স্কুল মাঠ থেকে মৌন মিছিল করলেন গ্রামবাসীরা। জলে প্রদীপ ভাসিয়ে স্মরণ করলেন নির্যাতিতাকে। ঠিক চার মাস আগে চরম বর্বরতার সাক্ষী হয়েছিলেন কামদুনির মানুষ। সাতই জুন গণধর্ষণ করে খুন করা হয় কলেজছাত্রীকে। ঘটনার প্রতিবাদে, দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কামদুনি।