কামদুনিতে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা সিআইডির দলের

কামদুনিতে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা সিআইডির দলের

কামদুনিতে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা সিআইডির দলেরকাল নগর দায়রা আদালতে কামদুনি মামলার শুনানি। তার আগে আজ নির্যাতিতার পরিবারের সঙ্গে কামদুনিতে দেখা করল সিআইডির প্রতিনিধি দল। নির্যাতিতার পরিবারকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়েই আদালতে নিয়ে আসা হবে বলে আশ্বস্ত করেছে সিআইডি।

আদালতে যাওয়ার জন্য গ্রামবাসীদের নিরাপত্তারও দাবি জানায় নির্যাতিতার পরিবার। সিআইডি জানিয়েছে, গ্রামবাসীদের নিজেদের উদ্যোগেই আদালতে পৌঁছোতে হবে। তার দায়িত্ব নেবে না প্রশাসন। সিআইডি প্রতিনিধিদের সঙ্গে ছিল শাসন থানার পুলিস। 

First Published: Thursday, August 22, 2013, 17:10


comments powered by Disqus