কামদুনি, সুটিয়ার প্রতিবাদীরা বিক্ষোভ দেখালেন মহানগরের রাস্তায়

কামদুনি, সুটিয়ার প্রতিবাদীরা বিক্ষোভ দেখালেন মহানগরের রাস্তায়

কামদুনি, সুটিয়ার প্রতিবাদীরা বিক্ষোভ দেখালেন মহানগরের রাস্তায়কামদুনি, সুটিয়ার প্রতিবাদী মানুষেরা বিক্ষোভ দেখালেন কলকাতায়। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদী এই আন্দোলনে নিজেদের শরিক করল আরও একাধিক সংগঠন। প্রত্যেকের একটাই দাবি, বিচার চান তাঁরা। একই সঙ্গে তাঁদের ওপর যে প্রশাসনিক চাপ তৈরি করা হচ্ছে তার বিরুদ্ধেও সরব হয়েছে প্রতিবাদী সংগঠনগুলি। দেখতে দেখতে কেটে গেছে প্রায় ছ মাস। কখনও আন্দোলন হয়েছে কামদুনির বুকে।

কখনও প্রতিবাদী মিছিল হয়েছে কলকাতা মহনগরীতেও।

মৌসুমী, টুম্পা কয়ালরা ছুটে গেছেন দিল্লিতেও।

বার বারই সরকারের তরফে চেষ্টা হয়েছে কামদুনির আন্দোলনকে বন্ধ করার। কখনও উদ্যোগী হয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কখনও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৈরি হয়েছে শান্তি রক্ষা কমিটিও। কামদুনির প্রতিবাদী মানুষদের অবশ্য দাবি, তাঁরা আছেন লড়াইয়ের ময়দানেই।

শুক্রবার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে প্রতীকী প্রতিবাদ। ছিলেন সুটিয়ার বরুণ বিশ্বাসের দিদিও।
 
প্রতিবাদী মঞ্চের দাবি এই আন্দোলন চলবে।
 

First Published: Friday, September 27, 2013, 19:44


comments powered by Disqus